হাঁচির দোয়া - হাঁচির জবাব - হাঁচির নানা উপকারিতা
হাঁচির দোয়া - হাঁচির জবাব - হাঁচির নানা উপকারিতা
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু আশা করি বন্ধুরা আপনারা আশা করি ভাল আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালো আছি তো বন্ধুরা আমরা এখনো অনেকেই আছি হাঁচির দোয়া বলতে পারিনা আবার কেউ কেউ আসে হাঁচির যে দোয়া আছে সেটাও জানি না আবার অনেকেই আছে জানি কিন্তু দোয়াটি বলতে পারেনা তাই বন্ধুরা আজকে আমার এই আর্টিকেলে আলোচনা করব হাঁচির দোয়া।
তোমাদের কেউ হাঁচি দিলে বলবে
الْحَمْدُ لِلَّهِ
উচ্চারণ- আলহামদু লিল্লা-হি
অর্থ- “সকল প্রশংসা আল্লাহ্র”
হাঁচির দোয়া - হাঁচির জবাব
হাঁচির জবাব
তার মুসলিম ভাই বা সাথী যেন অবশ্যই বলে
يَرْحَمُكَ اللَّهُ
উচ্চারণ- ইয়ারহামুকাল্লা-হ
“আল্লাহ আপনাকে রহমত করুন”। যখন তাকে ইয়ারহামুকাল্লাহ বলা হয় ,তখন হাঁচিদাতা যেন তার উত্তরে বলে
يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ
উচ্চারণ- ইয়াহ্দীকুমুল্লা-হু ওয়া ইউসলিহু বা-লাকুম
অর্থ- “আল্লাহ আপনাদেরকে সৎপথ প্রদর্শন করুন এবং আপনাদের অবস্থা উন্নত করুন।”
হাঁচির নানা উপকারিতা
সাধারণত বাতাসে উড়ে বেড়ানো বিভিন্ন জীবাণু, ধুলা, পরাগরেণু ইত্যাদি যাতে মানুষের দেহে ফুসফুসের ভেতরে প্রবেশ করতে না পারে— তার জন্য মানুষের নাক ছাঁকনি হিসেবে কাজ করে হাঁচি। হাঁচি দিলে নাকে জমে থাকা সেই ময়লা উপাদানগুলো পরিষ্কার হয়ে যায়।
হাঁচির মাধ্যমে নাকে উপস্থিত ব্যাকটেরিয়া ও ভাইরাস পরিষ্কার হয়। এতে ভালোভাবে শ্বাস-প্রশ্বাস নিয়ে সুস্থ থাকতে সাহায্য করে। ফলে আমরা শ্বাস নিতে আরাম বোধ করি।
হাঁচির দোয়া
তো বন্ধুরা হাঁচির দোয়া হল ,, আলহামদুলিল্লাহ,,যে হাঁচি দেবে তার জন্য এটি দোয়া আর বন্ধুরা যে হাঁচি দিবে তার বগলে যদি আপনি থাকেন তাহলে আপনাকেও হাঁচি জবাব দিতে হবে তো বন্ধুরা হাঁচি জবাব হলো,, ইয়ারহামুকাল্লাহ,,
তো বন্ধুরা আজকে হাঁচি দোয়াটা নিয়ে যেটুকু আলোচনা করলাম সেটি যেন আমরা সকলেই মেনে চলতে পারি। আমিন।
Comments
Post a Comment