পবিত্র কোরআনে মক্কা নগরীকে কি বলা হয়

 পবিত্র কোরআনে মক্কা নগরীকে কি বলা হয়

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভাল আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব পবিত্র কোরআনে মক্কা নগরীকে কি বলা হয়

পবিত্র কোরআনে মক্কা নগরীকে কি বলা হয়

তো বন্ধুরা পবিত্র কুরআনে মক্কা নগরীকে উম্মুল কুরা বলা হয়। 

মক্কাও নবীজির শহর : নবীজি (সা.)-এর শহর হিসেবে মদিনা পরিচিত হলেও পবিত্র কোরআনে মক্কাকে মহানবীর শহর হিসেবে উল্লেখ করা হয়েছে। ইরশাদ হয়েছে, ‘শপথ এই নগরীর, আর আপনি এই নগরীর অধিকারী।’ (সুরা : বালাদ, আয়াত : ১-২)

এছাড়াও আল্লাহর রব্বুল আলামিন পবিত্র কুরআনের অনেক আয়াতে এই মক্কা নগরীকে অনেক সম্মান দিয়েছেন।

আমরা এখনো অনেকেই আছি পবিত্র কুরআনে মক্কা নগরী কি বলা হয় জানিনা। আপনি যেখান থেকে ই আমার আর্টিকেলটি দেখছেন আপনি অন্যদেরকেও সুবিধা করে দেন এই আর্টিকেলটি আপনার ফেসবুকে বা টুইটারে শেয়ার করে দেন

Comments

Popular posts from this blog

Ayatul kursi bangla – আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ

মাখরাজ কাকে বলে - মাখরাজ শব্দের অর্থ কি - makhraj bangla

রোজার নিয়ত ও ইফতারের দোয়া বাংলা