মাখরাজ কাকে বলে - মাখরাজ শব্দের অর্থ কি - makhraj bangla
মাখরাজ কাকে বলে - মাখরাজ শব্দের অর্থ কি - makhraj bangla
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভাল আছেন। তো বন্ধুরা আজকে আমি আপনাদের বলব মাখরাজ শব্দের অর্থ কি
মাখরাজ কাকে বলে - মাখরাজ শব্দের অর্থ কি - makhraj bangla
মহারাজ শব্দের অর্থ কি
মাখরাজ শব্দের অর্থ হল উচ্চারণের স্থান। অর্থাৎ আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে।
মাখরাজ কেন পরব
তো বন্ধুরা আপনি যদি কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তে চান তাহলে আপনাকে মাকাররা শিখতে হবে। আর যদি আপনি মাখরাজ ভালোভাবে পড়তে পারেন তাহলে আপনি খুব সহজেই সহি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারবে ইনশাল্লাহ
মাখরাজ কাকে বলে - মাখরাজ শব্দের অর্থ কি - makhraj bangla
মাখরাজ কয়টি
তো বন্ধুরা মাখরাজ ১৭ টি
মাখারা ১৭টি
কুরআন সঠিক উচ্চারণে পড়তে না পারলে কুরআন অভিশাপ দেয়। তাই চলুন ধারাবাহিকভাবে তাজবীদ শিখি। এটা পড়ার পাশাপাশি অবশ্যই একজন ভালো হুজুরের সাথে বা যে ভালো পড়তে পারে তার সাথে বসে উচ্চারণ ঠিক করে নিলে ভালো হয়। আর মাখরার ১৭টি বিষয়ে আলোচনা করা হলো
মাখরাজ কাকে বলে - মাখরাজ শব্দের অর্থ কি - makhraj bangla
মাখেরা ১৭টি
১নং মাখরাজ: হলকের শুরু হতে -হামযা ,হা ء - ٥
২. হলকের মধ্যখান হতে- আইন , হা ع- ح
৩. হলকের শেষভাগ হতে-গঈন-খ’ غ-خ
৪. জিহবার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে-ক্বাফ-ق
৫. জিহবার গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর ওপরের তালুর সঙ্গে লাগিয়ে-কাফ -ك
৬. জিহবার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে-ইয়া, শিন, জিমঃ ي-ش-ج
৭. জিহবার গোড়ার কিনারা সামনের উপরের একপাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে-দোয়াদঃ ض
৮. জিহবার আগার কিনারা সামনের উপরের একপাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে -লামঃ ل
৯. জিহবার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে -নূনঃ ن
১০. জিহবার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে -রাঃ ر
১১. জিহবার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে- তা, দাল, তোয়াঃ ت-د-ط
১২. জিহবার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে- যা, ছিন, সোয়াদঃ ز-س-ص
১৩. জিহবার আগা সামনের উপরের দু্ই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে- ছা, যাল, যোয়াঃ ث-ذ-ظ
১৪. নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে-ফাঃ ف
১৫. দুই ঠোঁট হতে-মীম, বা, ওয়াও। (ওয়াও উচ্চারণের সময় দুই ঠোঁট গোল হবে): م-ب-و
১৬. মুখের খালি জায়গা হতে মদ্দের হরফ উচ্চারিত হয়। মাদ্দের হরফ তিনটি। ওয়াও, আলিফ ও ইয়া। যবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জযমওয়ালা ওয়াও এবং জেরের বাম পাশে জযমওয়ালা ইয়া। মাদ্দের হরফ এক আলিফ টেনে পড়তে হয়। যেমন- با-بُؤْ-بِئ
(অবশ্য তিন আলিফ ও চার আলিফ মাদ্দ ও আছে। তবে সেগুলোর নিয়ম ভিন্ন যা আমরা মাদ্দের আলোচনায় পরে দেখব। ইনশা’আল্লা্হ)
১৭. নাকের বাঁশী হতে গুন্নাহ উচ্চারিত হয়। -আন্না, ইন্না, আম্মা ইত্যাদি। اِنَّ-اَنَّ-اَمَّ
মাখরাজ কাকে বলে - মাখরাজ শব্দের অর্থ কি - makhraj bangla
মাখরাজ কাকে বলে
মাখরাজ বলতে উচ্চারণের স্থান অর্থাৎ আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে।
তো বন্ধুরা আল্লাহর রাব্বুল আলামিন আমাদের মানবজাতির হেদায়েতের জন্য কোরআন শরীফ অবতীর্ণ করেছেন। আর আমরা অনেকেই আছি কোরআন শরীফ শুদ্ধভাবে পড়তে জানি না মাখরাজের ভুল হয়। আমরা সকলে ই এসব মাখরাজ দেখে শুদ্ধ ও সঠিকভাবে কোরআন পর্ব যখন আমরা পর্ব তখন যে ভালো পড়তে পারে তাকে দেখিয়ে পড়লে ভালো হয়। যেমন হুজুররা ওদেরকে দেখিয়ে কোরআন পড়লে ভালো হয়। কারণ ওরা শুদ্ধ করে পড়তে পারে। আর আপনাকেও শুদ্ধভাবে পড়াতে পারবে এটা খুব জরুরী।
Comments
Post a Comment